মুন্সিগঞ্জ, ১৭ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
৭১টি কবিতা নিয়ে সমন্বয়ক ইব্রাহীম নিরবের রচনায় ‘ভয়তন্ত্র’- শিরোনামের কবিতার বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।
৮০ পেজের ভিন্নধর্মী কাব্যগ্রন্থটি সাজানো হয়েছে ৭১টি কবিতা দিয়ে। উঠে এসেছে চোখের নিকটে বসবাস করা উপমাগুলো। দাম ধরা হয়েছে ৩০০ টাকা।
কবিতাগুলোর রচয়িতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সমন্বয়ক ইব্রাহীম নিরব জানান, হাইপার রিয়েলেস্টিক ও সুররিয়ালিজম ধারায় প্রকৃতি-প্রেম-বিরহের স্বাদ, পাশাপাশি দুর্নীতি-অন্যায় ও ধর্ম নিয়ে কবিতা রয়েছে বইটিতে।
গতকাল ১৬ ডিসেম্বর শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে উন্মোচিত হয় বইয়ের মোড়ক। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কবি ইব্রাহীম নিরবের জননী ময়না আক্তার নিপা।
স্বাগত বক্তব্য রাখেন, বইমই প্রকাশনীর প্রকাশক ইমদাদুল হক। এছাড়াও আলোচনা করেন- অর্থনীতি সহকারী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান নুসাফা ইয়াসমিন, কবি, সাংবাদিক ও গবেষক কাজল রশীদ শাহীন, কবি, সাংবাদিক ও গবেষক ইমরান মাহফুজ এবং লেখক ও সাংবাদিক আবিদ আজম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নুরুল হক।
বইটি নিয়ে ইব্রাহীম নিরব বলেন, এসব আঁকাবাঁকা শব্দগুলোকে বারবার হোঁচট খেতে হয়েছে। থামিয়ে দেওয়ার জন্য কতশত বাঁধা এসেছিল ইয়াত্তা নেই। এত চড়াই-উৎরাই পেরিয়ে এগুলো কবিতা হতে পেরেছে কি না তার বিচার আপনারাই করবেন। প্রতিটি শব্দে চেয়েছি চোখের খুব নিকটে বসবাসরত চিরচেনা উপমার সমান্তরালে আবদ্ধ করে সুবিশাল মনোজগতের আনুষঙ্গিক বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে।
তিনি বলেন, বর্তমান সময়ের বিশাল অংশ কবিতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। কবিতা গভীর অর্থবহ জিনিস, বুঝতে অনেক শ্রম দিতে হয়, পাঠকেরা দিতে চায় না বলেই আজ কবিতার কদর কমেছে। সাহিত্য আসলে যে পথ দিয়ে যেতে চায়, পাঠক সে পথ হারিয়ে ফেলেছে।
তারা কবিতার ভাষা, ছন্দ কঠিন মনে করে পড়তে চায় না। আমার বইতে সহজ, সরল, সাবলীল ভাষা ব্যবহারের মাধ্যমে চেষ্টা করেছি চোখের খুব নিকটের উপমাগুলো তুলে ধরতে। আশা করি পাঠক খুব সহজে বুঝতে পারবে এবং কাব্যের প্রতি তাদের ভালোবাসা ফিরে পাবে। তবে জটিলতা কিন্তু থাকবেই।
বইয়ের প্রচ্ছদ এঁকেছেন প্রচ্ছদ শিল্পী পরাগ ওয়াহিদ। পৃষ্ঠাবিন্যাস করেছেন রওনাকুর রহমান এবং মুদ্রণে এসএ প্রিন্টার্স।
৩০০ টাকার বইটি বর্তমানে ১৪ শতাংশ ডিসকাউন্ট দিয়ে রকমারিতে বিক্রি হচ্ছে ২১৫ টাকায়। লিংক: ভয়তন্ত্র (হার্ডকভার)