১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:৫৫
Search
Close this search box.
Search
Close this search box.
৪০ হাজার টাকার আইড় মাছ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ ডিসেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়া মাছ ঘাটে ২০ কেজি ওজনের একটি আইড় মাছ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে ওই মাছ ঘাটের মোখলেছুর রহমান শেখ এর আড়তে এ মাছটি বিক্রি হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে লৌহজং উপজেলার ডহরী গ্রামের মোঃ কামাল নামের জেলের নৌকার জালে পদ্মা নদীতে ২০ কেজি ওজনের এ মাছটি ধরা পরে। পরবর্তীতে সকাল ৬ টায় মাছটি বিক্রির উদ্দেশ্যে মাওয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসেন।

এ সময় উৎসুক জনতা মাছটি দেখতে আড়তে ভীড় জমায়। আড়তে ২০ কেজি ওজনের এ মাছটির দাম ওঠে ৩৯ হাজার টাকা।

তাৎক্ষণিকভাবে কিছু টাকা লাভের আশায় খুচরা বিক্রেতারা মাছটি এ দামে ডাকে কিনে নিয়ে ঢাকার পাইকারদের কাছে এক হাজার টাকা লাভে অর্থাৎ ৪০ হাজার টাকায় বিক্রি করেন মৎস্য আড়ৎতের পাইকারী বিক্রেতা মো. মুকলেছুর রহমান শেখ।

তিনি আরো জানান, এ সাইজের আইড় মাছ সচারাচর পদ্মায় মেলেনা। দীর্ঘদিন ধরে আড়তে এ সাইজের মাছ আমাদের দেখা মেলেনি।

মুন্সিগঞ্জের মাওয়ায় প্রায় ৩৭ বছরের ঐতিহ্যবাহী এই মৎস্য আড়তটি যা পদ্মা নদীর তীরেই অবস্থিত।

প্রতিদিন ভোর থেকে এই আড়তে ৪০ জন মৎস্য আড়তদারের ১৩১ টিঁ মাছের দোকান ছাড়াও প্রায় ৩৮ টি মাছের আড়ত বসে।

দেশের দক্ষিন-উত্তরবঙ্গসহ বিভিন্ন স্থান থেকে বড় বড় রুই,কাতলা,আইড়,বোয়ালসহ বিভিন্ন প্রজাতির কোটি কোটি টাকার দেশিয় মাছ আসে এ আড়তে।

আড়তদার আয়োজকরা জানান, প্রতিদিন ভোর সকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত ২ ঘন্টায় প্রায় ২-৩ কোটি টাকার মাছ বিক্রি হয় এখানে।

error: দুঃখিত!