১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৪:১৮
৪০ জন লোক নিয়ে, রাস্তায় না নেমে, ছবি তুলে মুন্সিগঞ্জে বিএনপির বিক্ষোভ প্রদর্শন
খবরটি শেয়ার করুন:

তুমুল সমালোচনার মধ্যে প্রায় ৪০জন নিয়ে রাস্তায় না নেমে নিজেদের সুবিধাজনক স্থানে দাড়িয়ে ছবি তুলে সদর উপজেলা বিএনপির ব্যানারে বিক্ষোভ প্রদর্শন করেছে নেতারা।

যেখানে বিএনপির বাইরে ছাত্রদলের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

বাকি ৩৫-৩৭ জন স্থানীয় এলাকার বাসিন্দা। যাদের জুমুয়ার নামাজের পরে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় ডাক দিয়ে এনে দাড় করিয়ে ছবি তোলার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

সচরাচর মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচি তে অাধুনিক ব্যানারের ব্যবহার দেখা গেলেও অাজকের কর্মসূচি পালন করা হয় হাতে লেখা ব্যানার দিয়ে। ধারনা করা হয়, পুলিশি হয়রানির ভয়ে লুকোচুরি করে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়।

গতকাল ০৮ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দূর্নীতির একটি মামলায় সাজা হওয়ার পর মুন্সিগঞ্জে বিএনপির নিস্ক্রিয়তাকে ‘দূর্বলতা’ হিসেবে চিন্হিত করেছে রাজনৈতিক বিশ্লেষকরা। এ নিয়ে ‘অামার বিক্রমপুর’ এ সংবাদ প্রকাশিত হলে সেটি নিয়েও রাজনৈতিক মহলে অালোচনা-সমালোচনা হয়।