মোঃ জাফর মিয়া : মুন্সীগঞ্জের গজারিয়ায় ৪র্থ শ্রেণীর ৯ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় এক যুবককে আটক করছে পুলিশ । শুক্রবার দুপুর ১ টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রুবেল(২৪) নামের এক যুবককে শনিবার দুপুর ১ টার দিকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার এএসআই তোফাজ্জল হোসেন জানান, মেয়েটির বাবা একজন চা দোকানী, শুক্রবার দুপুর ১টার দিকে শিশুটির মা শিশুটিকে একা রেখে তার বাবার জন্য দুপুর খাবার নিয়ে দোকানে গেলে,প্রতিবেশী এক লম্পট রুবেল(২৪) মেয়েটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ।
এসময় মেয়েটি আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ল¤পট রুবেল পালিয়ে যায় । শনিবার দুপুরে এলাকাবাসী রুবেলকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে । এঘটনায় মামলার প্রস্তুতি চলছে, শিশু ও অভিযুক্ত যুবক পুলিশের হেফাজতে রয়েছে।