২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:১৯
‘২ কোটি টাকায় আমার ছেলেকে হত্যা করেছে নূর হোসেন’
খবরটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‌্যাবকে ৬ কোটি টাকা দিয়ে নূর হোসেন হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আগেই দাবি করেছিলেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী বিউটি। এবার অ্যাডভোকেট চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিমের বাবা ওহাব মিয়া দাবি করেছেন, ২ কোটি টাকার বিনিময়ে নূর হোসেন তার ছেলেকে হত্যা করেছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় সাত খুনের ঘটনায় নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের গাড়ি চালক ইব্রাহিমের বাবা ওহাব মিয়া সাংবাদিকদের এসব কথা বলেন।

সাত খুনের ঘটনায় কাউন্সিলর নজরুল, ইব্রাহিম, অ্যাডভোকেট চন্দন সরকারসহ ৭ জন খুন হয়।

ষাটোর্ধ্ব ওহাব মিয়া বলেন, ‘আমার ছেলে ইব্রাহিমের সঙ্গে আনু ও মজিবুর নামের দু’জনের বিরোধ ছিল। তারা চেষ্টা করেছিল আমাদের জমি দখলে নিতে। সেই বিরোধ নিয়েই আমার ছেলের বিরুদ্ধে তারা ৪টি মামলা করে। পরে অ্যাডভোকেট চন্দন সরকার ওইসব মামলায় ইব্রাহিমকে জামিন করায়। নূর হোসেনকে দুই কোটি টাকা দিয়ে আনু ও মুজিবরই আমার ছেলে হত্যা কারিয়েছে।’

ওহাব মিয়ার দাবি, যে কোনও মূল্যে নূর হোসেনের কণ্ঠে যাতে প্রকৃত ঘটনা উঠে আসে সেজন্য প্রশাসন ও সরকার কাজ করে।

প্রসঙ্গত, এর আগে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি অভিযোগ করেছিলেন র‌্যাবকে ৬ কোটি টাকা দিয়ে নূর হোসেন হত্যাকাণ্ড ঘটিয়েছে।

error: দুঃখিত!