আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে লালন শাহ বটতলা পদ্মহেম ধামের বার্ষিক সাধুসঙ্গ। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
১১ তম বছরের এই সাধুসঙ্গ ২৭ ডিসেম্বর দুপুর ২টায় উদ্বোধন করবেন মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
উদ্বোধক হিসেবে আরো উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার বিপব বিজয় তালুকদার, সিরাজদি খান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সুইস বেকারির ব্যবস্থাপনা পরিচালক উলফত কাদের। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। আয়োজকরা জানান বিকাল ৩টায় দরবেশ নহির সাহ লালনের আগমনী বাণীর মাধ্যমে মূল আসর শুরু করবেন। এরপর থেকেই শুরু হবে লালন বাণী পরিবেশনের অনুষ্ঠান।
দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে লালনের বাণী ও দর্শন পরিবেশন করবেন নহির সাহ, রব ফকির, টুনটুন বাউল, সাধন দাস, আরিফ বাউল, মহরম ফকির, ওয়াজ ফকির, বুড়ি ফকিরিনি প্রমুখ। এছাড়াও সারাদেশের সাধুগুরুরা এ সাধুসঙ্গে উপস্থিত হবে। সাধুসঙ্গ সব শ্রেণী পেশা মানুষের জন্য উন্মুক্ত থাকবেন।