৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:১৮
২৫ কেন্দ্রের মধ্যে ১৭ টিই ঝুকিপূর্ণ, বাড়তি নজরে ৯ নং ওয়ার্ড
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আর মাত্র ২ দিন পরই মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাচন। এখন পর্যন্ত এ নির্বাচনে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোন ঘটনা ঘটেনি।

তবে ভোটের দিন পর্যন্ত যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক আছে। আর নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তায় আছেন খোদ প্রার্থীরাই।

এদিকে এই নির্বাচনে ২৫টির মধ্যে ১৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বাড়তি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বদর-উদ-দোজা ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি জানান, এ নির্বাচনে ২৫ জন প্রিজাইডিং অফিসার, ১৫০ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৩০০ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, দুই দিন বাদে এ নির্বাচনের কেন্দ্রগুলোর মধ্যে ১৭টি ‘গুরুত্বপূর্ণ’ এবং ৮টি ‘সাধারণ’। সাধারণ কেন্দ্রে ৪-৫ জন করে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য থাকবে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে একজন পরিদর্শকের নেতৃত্বে সাতজন সদস্যের একটি পুলিশের ভ্রাম্যমাণ দল থাকবে। পাশাপাশি স্ট্রাইকিং টিম থাকছেও।

তিনি জানান, তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে পৌর এলাকাকে, যেখানে এ তিনটি টিম কাজ করবে। থাকবে স্ট্যান্ডবাই টিমও। তাছাড়া থানা ও ফাঁড়ির একাধিক টিমও কাজ করবে নির্বাচনের দিন।

তিনি বলেন, ৯ নম্বর ওয়ার্ডে দুইটি কেন্দ্রে পুলিশ সদস্যদের পাশাপাশি মোবাইল টিমও অবস্থান করবে। বাড়তি নজরদারির আওতায় থাকবে এ কেন্দ্র। ৫, ৪, ৯ কেন্দ্র তিনটিতে থাকবে আলাদা নজর। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন।

র‌্যাব-১১ এর সাব ইন্সপেক্টর আফতাব জানান, মুন্সিগঞ্জ পৌর নির্বাচনে র‌্যাবের ৮জন করে তিনটি টহল দল মাঠে থাকবে। ঝুকিপূর্ণ সবকয়টি কেন্দ্রে বিশেষ নজর থাকবে।

এ নির্বাচনে মেয়র প্রার্থী ৫ জন, ওয়ার্ড কাউন্সিলর ৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৯ জন। ভোটার সংখ্যা ৫৩ হাজার ৩৭৪ জন।

error: দুঃখিত!