মুন্সিগঞ্জ, ২১ আগষ্ট, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
২১শে আগষ্ট গ্রেনেড হামলাকারী ও পরিকল্পনাকারীদের বিচারের দাবীতে মানবন্ধন করেছে টংগিবাড়ী উপজেলা ছাত্রলীগ।
শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপি এ মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
এসময় মানবন্ধনকারীরা ২১আগষ্ট হামলার ঘটনায় তারেক রহমানকে মূলপরিকল্পনাকারী আখ্যা দিয়ে তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করনের দাবী জানান। একই সাথে জড়িত সকলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবী জানানো হয়।
টংগিবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান খানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভূতু, সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক হামজাদ ঢালী প্রমুখ।
পরে মানবন্ধনকারীরা একটি বিক্ষোভ মিছিল করে, মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।