১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১২:৫৪
১৪ তারিখ নৌকার জয় নিশ্চিত করে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘরে ফিরবে- আপন দাস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আগামী ১৪ তারিখ মিরকাদিম পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী আব্দুস সালামের নৌকা প্রতীকের জয় নিশ্চিত করে তবেই ছাত্রলীগের নেতাকর্মীরা ঘড়ে ফিরবে’- এসব কথা বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মিরকাদিম পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আপন দাস বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি নৌকার বিজয় নিশ্চিত না করে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘরে ফিরবে না। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতায় মিরকাদিম পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তরিত করতে নৌকায় ভোট দিতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আই এইচ শান্তনুর, দপ্তর সম্পাদক শিহাব আহমেদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হাসিব মো: রাফিউ, সহ সম্পাদক রাফসান জানি তাঈন, টংগিবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান খাঁন, মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন, শিল্পপতি গোলাম কিবরিয়া, পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য জাহিদ হাসান প্রমুখ।

error: দুঃখিত!