মুন্সিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
১৩ বছর পর মুন্সিগঞ্জে প্রকাশ্য কর্মসূচি করেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০১১ সালে জেলায় শিবিরের প্রকাশ্য কর্মসূচি হয়। ওই কর্মসূচির পর শহরের দেওভোগ এলাকা থেকে শীর্ষ দুই নেতাকে ধরে নিয়ে যায় পুলিশ। চরাঞ্চলের আধারা এলাকায় আ. লীগ নেতা সুরুজ মেম্বারের বাড়িতে হামলার ঘটনায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। ওইবছর আরও কয়েকটি অভিযান ও আটকের ঘটনায় আত্মগোপনে চলে যান সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর থেকে বিভিন্ন ঝটিকা কর্মসূচি দেখা গেলেও মুন্সিগঞ্জে প্রকাশ্যে সভা-সেমিনার করেনি ছাত্রশিবির।
আজ শুক্রবার সকাল ৯টায় শহরের কাচারিতে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শাখা শিবিরের আয়োজনে ‘বাছাইকৃত কর্মী সমাবেশ’ শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। এতে বিভিন্ন উপজেলার দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ।
বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণরা নতুন এক উদাহরণ তৈরি করেছে পৃথিবীর সামনে। পৃথিবীতে অনেক ধরনের বিপ্লব হয়েছে-গণঅভ্যুত্থান হয়েছে। প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে যে, অস্ত্রের বিপরীতে আরেক দল অস্ত্র নিয়েই দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশে এমন একটা বিপ্লব হয়েছে সেখানে একেবারে নিরস্ত্র-সাধারণ মানুষ অংশ নিয়েছে।’
তিনি বলেন, ‘তখনই কেউ বুলেটের সামনে গিয়ে বুক পেতে দিতে পারে যখন তার চেতনায় শাহাদাৎয়ের একটা মৃত্যু সে কামনা করে।’
শিবির নেতা সিবগাতুল্লাহ বলেন, ‘যখনই আমরা একটা ন্যায়বিচার পেয়েছি, সুবিচার পেয়েছি তখনই আমরা উন্নতির উপরের দিকে ধাবিত হয়েছি। এখনও দেখতে পাচ্ছি আমাদের সমাজে অসংখ্য বঞ্চনা-নিপীড়ন চলমান আছে। যাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব দেয়া হয়েছে তারাই জনগণকে সবচেয়ে বেশি শোষণ করেছে। যাদেরকে শিক্ষার দায়িত্ব দেয়া হয়েছিলো, ছাত্রদের নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছিলো সেসকল ভিসিরাই পুলিশকে নিয়ে এসে ক্যাম্পাসে ছাত্রদের উপর আক্রমণ করেছিলো। যে বিচারপতিকে বলা হয়েছিলো আপনি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করবেন সে বিচারপতি সবচেয়ে বেশি মানুষের উপর অবিচার করেছে। এটা ছিলো আমাদের জন্য দুর্ভাগ্যের। এরকম একটা অচল অবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম, এখনো আমরা অচলাবস্থা থেকে বের হতে পারি নাই।’
কর্মী সমাবেশে ছাত্রশিবিরের মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. নুরুল হক পাটোয়ারী, জেলা শিবিরের সাধারণ সম্পাদক মো. আল আমিন, সাবেক সভাপতি আজাহারুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর শিবিরের সভাপতি আসাদুজ্জামান রাকিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।