২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:২৯
হরতালে আটক ও হামলার প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে বিক্ষাভ মিছিল
খবরটি শেয়ার করুন:

সোহাগী জাহান তনু হত্যাসহ সারাদেশে খুন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আজ সোমবার সকাল থেকে সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করা হয়। হরতাল চলাকালীন সারাদেশে পুলিশের হামলায় ছাত্র জোটের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ২৮ জনকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন ছাত্র নেতারা। হরতালে আটক ও হামলার ঘটনায় মঙ্গলবার সারাদেশে বিক্ষাভ মিছিল ও সমাবেশের আহ্বান করেছে ছাত্র ফেডারেশন।

সোমবার রংপুরে ছাত্রলীগের হামলায় ছাত্র ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক প্রত্যয়ী মিজান এবং রংপুর সরকারি কলেজ শাখার সভাপতি আসিফ ইকবাল সাজু ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক রোকনুজ্জামান গুরুতর আহত হন।

আসিফ ইকবাল সাজুকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শাহবাগে কেন্দ্রীয়ভাবে সমাপনী সমাবেশে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল সভাপতির বক্তব্যে বলেন, হামলা করে, আটক করে শান্তিপূর্ণ ও ন্যায্য দাবির আন্দোলনকে কখনোই বানচাল করা যাবে না। যতদিন এই দেশে খুন-ধর্ষণের বিচার না হবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত না হবে ততদিন ছাত্রসমাজ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।

এদিকে হরতাল চলাকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে প্রগতিশীল ছাত্রজোটের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হন। এ ছাড়া ঘটনাস্থল থেকে আট শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

এ ঘটনায় প্রগতিশীল ছাত্রজোটকর্মী সুস্মিতা জানান, সোহাগী জাহান তনুসহ সারা দেশের সব হত্যা, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সকাল ৬টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে প্রগতিশীল ছাত্রজোট। সাড়ে ৮টার দিকে পুলিশ প্রগতিশীল ছাত্রজোটের ব্যানার কেড়ে নেয় এবং তাদের লাঠিপেটা করে। পুলিশের লাঠিপেটায় প্রগতিশীল ছাত্রজোটের কমপক্ষে ২০ জন আহত হয়। এ ছাড়া আট শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আহতদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে অর্ধদিবস হরতাল চলাকালে বরিশালে সড়ক অবরোধ করায় হরতালকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোড অবরোধ করে হরতালকারীরা। এতে জনদুর্ভোগ সৃষ্টি হলে সড়ক অবরোধ না করার জন্য তাদের অনুরোধ জানায় পুলিশ।

অনুরোধ উপক্ষো করে অবরোধ চালিয়ে যেতে থাকলে প্রথমে তাদের সঙ্গে তর্ক হয় পুলিশের। এক পর্যায়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এতে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এবি সিদ্দিকসহ আরো ৩/৪জন আহত হন।

এদিকে জয়পুরহাটে তনু হত্যাসহ বিভিন্ন দাবিতে বাম ছাত্র সংগঠনগুলোর ডাকা আধাবেলার হরতালের সমর্থনে পিকেটিংয়ের সময় ছাত্রনেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে শহরের মেইন রোডের বাজলা স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, রোববার তনুসহ গুম, খুন, ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে প্রগতিশীল ছাত্রজোটের সারা দেশে আধাবেলা হরতাল সফলের দাবিতে মশাল মিছিল করেছে নারায়ণগঞ্জের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। এসময় মিছিল থেকে নিজের নিরাপত্তা ও বাঁচার জন্য সোমবারের হরতাল সফল করার আহবান জানানো হয়। মশাল মিছিলটি চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার শহীদ মিনারে এসেই শেষ হয়।

error: দুঃখিত!