মুন্সিগঞ্জ, ৭ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সমর্থনে মুন্সিগঞ্জে মাঠে থাকা সকল শিক্ষার্থীকে সমন্বয়ক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজে স্থায়ীভাবে ছাত্র রাজনীতি ও সকল ধরনের দুবৃত্তায়ন নিষিদ্ধসহ ৬ দফা দাবি উঠেছে।
আজ বুধবার সকাল দশটার দিকে কলেজ ক্যাম্পাসে জড়ো হন আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। সেখানে গুলিবিদ্ধ দুই শিক্ষার্থীও ছিলেন। সকলের চোখেমুখে ছিলো উচ্ছ্বাস আর ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়। বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে অক্ষুণ্ণ রাখতে হাত তুলে শপথ গ্রহণ করেন তারা। দুপুর ১২ টা পর্যন্ত চলে কর্মসূচি।
কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সূচনা হয় কর্মসূচির। পরে সারাদেশে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন শিক্ষার্থীরা। পরে বিশেষ দোয়া পরিচালিত হয়। শেষে আন্দোলনে অংশ নেয়া জেলার সকল শিক্ষার্থীকে সমন্বয়ক ঘোষণা করে ‘তুমি কে, আমি কে? সমন্বয়ক সমন্বয়ক’, ‘তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ-বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মুন্সি সিরাজুল ইসলাম বলেন, ‘সবাই মিলে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল আচরণ করতে হবে।’
হরগঙ্গা কলেজের সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক আরাফাত রায়হান সাকিব তার বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিতে শিক্ষক-সাংবাদিক তাদের পাশে থাকবে। যে কোন সংকটের মধ্যেও দেশের পতাকা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের শপথ গ্রহণ করতে হবে।’
কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ৬ দফা
আগামী সাত কার্যদিবসের মধ্যে সকল ছাত্র-ছাত্রীর এই দাবিগুলোর বাস্তবায়ন এবং সর্বজনীনভাবে নথিভুক্ত করার আহবান জানিয়ে বলা হয়- এগুলো বাস্তবায়ন হলো কি না সেটি অবশ্যই শিক্ষার্থীদের কাছে ঘোষণা করতে হবে এবং কলেজের প্যাডে সকলস্থানে প্রচার করতে হবে।
সকলের পক্ষ হতে শিক্ষার্থী সাজ্জাদ হোসেন আপন এই ৬ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো-
ছাত্র রাজনীতি নিষিদ্ধ: আমরা সরকারি হরগঙ্গা কলেজে ছাত্র রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানাই। আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই যেখানে ছাত্র রাজনীতি হতে দেওয়া হবে না।
নতুন ভবনের নামকরণ: আন্দোলনে মুন্সিগঞ্জের শহীদদের নামে সরকারি হরগঙ্গা কলেজের নতুন ভবনের নামকরণ করতে হবে।
শিক্ষকদের সমান আচরণ: সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষকদের উচিত সকল ছাত্রদের সাথে সমান আচরণ করা, তাদের প্রাইভেট কোচিং এর ছাত্রদের কোন বাড়তি সুবিধা না দেওয়া নিশ্চিত করা।
ছাত্র আন্দোলনে নিরপেক্ষতা: ন্যায়বিচারের জন্য ভবিষ্যতে যে কোনো ছাত্র আন্দোলনে শিক্ষকদের নিরপেক্ষ থাকতে হবে।
রাজনৈতিক ব্যানার ও পোস্টারে নিষেধাজ্ঞা: কলেজ চত্বরে কোন রাজনৈতিক দলের ব্যানার বা পোস্টার লাগানো যাবে না। শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত বা কলেজ ছাত্রদের দ্বারা তৈরি করা ব্যানার-ফেস্টুন প্রদর্শন করা উচিত। পাশাপাশি, কলেজ চত্বরে রাজনৈতিক দলের কর্মীদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা উচিত।