৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:৩৭
হতে চেয়েছিলেন কাউন্সিলর, পেয়ে গেলেন মেয়র পদে আ.লীগের টিকেট (ভিডিওসহ)
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ জানুয়ারি, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মেয়র পদে নির্বাচন করবেন কি না তা নিয়ে কিছুদিন আগ পর্যন্তও সন্দিহান ছিলেন আবদুস সালাম। ‘আমার বিক্রমপুর’ এর সাথে ভিডিও আলাপেও জানিয়েছিলেন তিনি কাউন্সিলর পদে নির্বাচন করবেন।

সালাম হাজীর এক্সক্লুসিভ সেই ইন্টারভিউ।

এরপর গত ৯ জানুয়ারি মেয়র পদে নির্বাচন করার তড়িৎ সিদ্ধান্তে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে ফরম কেনেন হাজী সালাম। এতেই কপাল খুলে যায় তার।

২০১১ সালে মেয়র পদে নির্বাচন করে যিনি জামানত হারিয়েছেন এবার তিনি পেয়ে গেলেন আওয়ামী লীগের ‘সোনার হরিণ’ খ্যাত নৌকা প্রতীক।

মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ, রোববারে। ভোট গ্রহণ হবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। ইভিএম পদ্ধতিতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত মিরকাদিম পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৩ হাজার ৫১৪ জন। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৩৯৪ জন ও মহিলা ভোটার রয়েছেন ১৬ হাজার ১২০। ভোটকেন্দ্রের সংখ্যা ১৭ টি।

সর্বশেষ পৌরসভা নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। সেবার একদিনে মুন্সিগঞ্জের দুই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনে মিরকাদিম পৌরসভায় ভোট পড়ে ৬৬.৭০%।

error: দুঃখিত!