মুন্সিগঞ্জ, ২৬ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ মার্চ) ২৬ মার্চ মিরকাদিম পৌরসভার সভাকক্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মিরকাদিম পৌরসভা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মিরকাদিম পৌরসভার মেয়র হাজি আবদুস ছালাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর আব্দুর রহিম বাদশা।
এসময় আরও উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর জলিল মাদবর, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ কালাম, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসু, মুন্সিগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক বছির আহমেদ প্রমুখ।