মুন্সিগঞ্জ ২২ নভেম্বর, ২০১৯, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)
‘সৌদি আরবে নারীরা কাজ করতে গিয়ে দাস-দাসীর মত আচরণের মুখে পড়ে’ বলে মন্তব্য করেছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন পীর।
তিনি বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ আয়োজিত মানবপাচার প্রতিরোধ ও দমনে ‘বাংলাবাজার ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটি’ গঠন বিষয়ক মতবিনিময় সভা শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি এসময় বলেন, ‘আমার এলাকার কিছু মেয়ে সৌদি আরবে গিয়ে নির্যাতিত হয়ে ফেরৎ এসেছে। সেখানে যে সমস্যাটা হয় সেটার মূলে রয়েছে এইসব নারী শ্রমিকদের অদক্ষতা।’
অনুষ্ঠানে ওকাপের কার্যক্রম ও মানবপাচার প্রতিরোধ কমিটির প্রেক্ষাপট তুলে ধরেন ওকাপ মুন্সিগঞ্জের মাঠ সংগঠক তাইজুল ইসলাম শিহাব।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক প্রতিনিধি ও বাংলাবাজার ইউনিয়নের ওকাপের ফোরাম সদস্যরা।