শেখ রাসেল,টঙ্গিবাড়ী প্রতিনিধি: কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয় ।২০১২ সালের ডিসেম্বর মাস টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের দশত্তর গ্রামের তিন যুবক যথাক্রমে রাকিব মোল্লা,সজিব ও মানিক হোসেন একদিন একসাথে আড্ডা দিচ্ছিল ।তাঁরা সমাজের নানাবিধ অন্যায় ,অত্যাচার ,মাদক ,বাল্য বিয়ে ,ইভটিজি্ং ,কুসংস্কার ,পরিস্কার পরিচ্ছনতা ,কিভাবে সমাজের উন্নয়ন করা যায় এ নিয়ে কথা বলতে থাকে ।সমাজকল্যাণের উদ্যেশে গ্রামের আরো কিছু সচেতন যুবকদের সাথে নিয়ে গড়ে তোলে সূর্য সমাজকল্যাণ সংঘ ।সরেজমিনে গিয়ে দেখা যায় এই সংঘের সকল সদস্য সমাজের নানাবিধ উন্নয়ন মূলক কর্মকান্ডে প্রত্যক্ষ প্ররোক্ষ ভাবে জড়িত রয়েছেন ।বর্তমানে এ সংঘের সদস্য সংখ্যা ৬০ জনের অধিক ।সম্প্রতি পাঁচগাও বাজারের পশ্চিম পাশে হয়ে গেল এই সংঘের নয়া কার্যালয়ের শুভ উদ্ভোধন ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামীলীগ নেতা সূর্য সমাজকল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা জগলুল হাওলাদার ভুতু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শহীদ হোসেন ঢালী ও বাবু রতন চন্দ্র বিশ্বাস । একান্ত সাক্ষাতকারে সূর্য সমাজকল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিব মোল্লা বলেন ,দেশটা তো আমাদের সুতরাং আমাদের ই এগিয়ে আসতে হবে ।সবাই মিলে কাজ করে আমরা সমাজের চেহারা পাল্টে দেব ।