বিদ্রোহীদের দখলে থাকা সিরিয়ার উত্তর অঞ্চলে একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলায় নিহতের মধ্যে অনেকেই নারী বা শিশু।
তুরস্ক সীমান্তের কাছে সিরিয়ার ইদলিব প্রদেশের কামুনা শরণার্থী ক্যাম্পে বৃহস্পতিবার এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।বিমান হামলায় ক্যাম্পের ধ্বংসযজ্ঞের ছবি এসেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে।
বিবিসি লিখেছে, রাশিয়া অথবা সিরিয়ার সরকারি বাহিনী এই বিমান হামলা চালিয়েছে বলে শোনা গেলেও কোনো তথ্যই নিশ্চিত করা যায়নি।যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চাপে আলেপ্পোতে সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির এক দিনের মাথায় এই হামলার ঘটনা ঘটল।
গত পাঁচ বছর ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধে প্রাণ দিতে হয়েছে চার লাখ মানুষকে। কেবল গত দুই সপ্তাহেই আলেপ্পোতে বিমান হামলা ও গোলাগুলিতে অন্তত ৩০০ মানুষ নিহত হয়েছে।
এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্র্যকর করতে না পারলে বড় ধরনের মানবিক বিপর্যয় তৈরি হবে এবং নতুন করে আরও চার লাখ মানুষ বাস্তুহারা হবে বলে সতর্ক করে দিয়েছে জাতিংঘ।