মুন্সিগঞ্জ, ২৪ জানুয়ারি, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মুজিববর্ষ উপলক্ষে নক আউট সিক্স-এ-সাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪টায় উপজেলার কেয়াইন ইউনিয়নে কুচিয়ামোড়া কলেজ গেট বাস স্ট্যান্ড মাঠে ক্রিকেট পোকা অনলাইন গ্রুপের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন উপজেলার ৮টি দল এ খেলায় অংশগ্রহন করে। ফাইনাল খেলায় ‘উইজার্ড ইউনাইটেড’ টিমকে পরাজিত করে ‘বিক্রমপুর কিংস’ টিমটি চ্যাম্পিয়ন হয়।
ক্রিকেট পোকার সভাপতি ও সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আশ্রাফ আলী, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ, কেয়াইন ইউনিয়ন যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি রাসেল খাঁন, যুবলীগ নেতা ও দলিল লেখক, রামপ্রসাদ বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল রহমান, সিরাজদিখান উপজেলার ইঞ্জিনিয়ার, মোকারম হোসেন ও ক্রিকেট পোকা অনলাইন গ্রুপের এডমিন প্যানেল সদস্যবৃন্দ।