মুন্সিগঞ্জ, ২৪ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার তৃতীয় দিন অষ্টমিতে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা যুবলীগ।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলা যুবলীগের আহবায়ক ও সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পূজা মন্ডপ সমূহে আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিনিঃ সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুল ইসলাম, সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক সদস্য জাহিদ সিকদার, কেয়াইন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. রাসেল খান, যুবলীগ নেতা মো. কাঞ্চন ডালী, ওমর ফারুক ও সজীব প্রমুখ।
এসময় উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য ও পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ করায় সরকারের প্রশংসা করে হিন্দু ধর্মালম্বীদের স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের আহবান জানান।