২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:১১
সিরাজদিখান উপজেলা বিকল্প ধারার আহবায়ক কমিটি গঠন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিকল্পধারা ও বিকল্প যুবধারার আহবায়ক কমিটি ও পরিচিতি সভা হয়েছে।

গতকাল শনিবার উপজেলার বাসাইল ইউনিয়নের চর পলাশপুরের দি নিউ ঢাকা সিটি রিসোর্টে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান উপজেলা বিকল্প ধারার মো.শাহ আলম আলমাসকে আহবায়ক এবং হাজী ইসহাক মাসুদ পারভেজকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয় ।
একই সময় এবং একই স্থানে সিরাজদিখান উপজেলা বিকল্প যুবধারার মো.কবির হোসেনকে আহবায়ক এবং মহিউদ্দিন শেখ সায়েমকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ।

আহবায়ক কমিটি গঠন ও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিকল্পধারার প্রধান উপদেষ্টা এটিএম রুহুল আমিন, কেন্দ্রীয় যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, যুবধারার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, মুন্সীগঞ্জ ১ আসনের এমপি মাহি বি চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো.ওবায়দুল সোহাগ, বহলুর রহমান , ইলিয়াস হোসেন শাওনসহ সিরাজদিখান উপজেলার বিকল্পধারার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

error: দুঃখিত!