মুন্সিগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: ফরিদউদ্দিন এর দিক নির্দেশনায় এএসআই হাফিজুর রহমান সবুজের নেতৃত্ব সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার আবিরপাড়া গ্রামের মোকসেদ মিয়ার ছেলে শাহিন (বাবু) (৩০), উপজেলার ব্রজেরহাটি গ্রামের লুৎফর মাঝির স্ত্রী মোসাঃমাছুমা বেগম (৪৫) নামে সাজাপ্রাপ্ত ২ আসামী কে গ্রেফতার করে। সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদউদ্দিন জানান আসামীদ্বয় দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামী তাদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে সোপর্দ করি।