১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | ভোর ৫:০০
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখানে হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ মে, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে হেফাজত ইসলামের নেতাকর্মীদের তান্ডবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

েআজ রোববার (৯ মে) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলার সাহাবুদ্দিন প্লাজার দ্বিতীয় তলায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদের ব্যক্তিগত অফিসে আনুষ্ঠানিক ভাবে ক্ষতিগ্রস্থ ১০ টি পরিবার মাঝে ১১ লক্ষ ৭৫ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কামেশ মিয়া, কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ আশরাফ আলী, বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম কাশেম, চিত্রকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হুদা বাবুল, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম আলমগীর কবীর প্রমূখ।

error: দুঃখিত!