মুন্সিগঞ্জ, ৭ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্যাটেলাইট ক্লিনিকের ভ্রাম্যমান স্বাস্থ্য সেবা করোনার মধ্যেও অব্যাহত রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক মাসে ৮ বার গ্রামে গ্রামে গিয়ে মা ও শিশুদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য সেবা দিচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে শাহজাহান মোল্লার বাড়িতে ৩৫ জন রোগীকে তারা স্বাস্থ্য সেবা দিয়েছেন।
এর মধ্যে রয়েছে গর্ভবতী সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, কিশোরীর সুস্বাস্থ্যের সেবা, শিশু সেবা, সাধারণ রোগীদের সেবা।
এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রাজীব হোসেন (এফ পি আই) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক পারভীন আক্তার (এফ ডব্লিউ ভি)।