১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:৩১
সিরাজদিখানে সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন মামলার  ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল সোমবার ৫ অক্টোবর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিনের দিকনির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) এমদাদুল হক ও ইন্সপেক্টর (অপারেশন) আজহারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক  ৫ আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মালখানগর গ্রামের আলী আহাম্মেদ শেখের ছেলে মোঃ মনির হোসেন, কুচিয়ামোড়া গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে রাশেদুল ইসলাম, রামকৃষ্ণদী গ্রামের দারগ আলীর ছেলে বাদশা , চালতীপাড়া গ্রামের আনছার আলী শেখের ছেলে শামীম শেখ, কুচিয়ামোড়া গ্রামের সাইফুল। এর মধ্যে এসআই রিপন  ১টি সাজা ,  এসআই আবু সাদেক ১টি জিআর মামলার, এসআই ইমরান খান ১টি জিআর ও এএসআই হাফিজ ২টি জিআর ওয়ারেন্ট তামিল করেছে।  

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে এ অভিযান   অব্যাহত থাকবে।

error: দুঃখিত!