মুন্সিগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবে দৈনিক সভ্যতার আলো পত্রিকার ৫ম বর্ষ পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হস্পতিবার দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক সভ্যতার আলো স্টাফ রিপোর্টার সালাহউদ্দিন সালমান এর সভাপতিত্বে ও প্রতিনিধি ইসমাইল খন্দকারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের উপদেষ্টা কে এন ইসলাম বাবুল ‚ প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল‚ সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জোবায়ের‚ সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ মান্নান‚ কোষাধ্যক্ষ নাজমুল মোল্লা‚ যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন‚ সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ‚ প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম চমক‚ দপ্তর সম্পাদক আজাদ বিন আজম নাদভী‚ সাংবাদিক আরিফ হোসেন হারিছ‚ সাংবাদিক মোঃ মোস্তফা‚ মিজানুর রহমান সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক সভ্যতার আলো পত্রিকাটি ইতোমধ্যে জেলায় তার ব্যাপক সুনাম অর্জন করেছে পত্রিকাটি তার এই চলমান ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করে এবং উত্তর উত্তর সফলতা কামনা করে সম্পাদক প্রকাশক ও সংশ্লিষ্ট কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন।