মুন্সিগঞ্জ, ১০ ডিসেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নারী নির্যাতন নির্মূলকরণে আলোচনা সভা এবং “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচির আওতায় নির্বাচিত জয়িতাদের সম্মননা প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পালের সঞ্চালনায় শ্লোগানের উপর গুরুত্বারোপ করে দিক নির্দেশনামুলক গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ।
এসময় জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় ৪ জনকে ৪ কেটাগরিতে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়।