সিরাজদিখানে পুকুরের পাড় ভেঙে চাপা পড়ে মোশারফ হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাটি কেটে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার বিকেলে মাটির নিচে চাপা পড়েন তিনি।
মোশারফ হোসেন উপজেলার শেখেরনগর ইউনিয়নের উত্তর পাউসার গ্রামের বাসিন্দা।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, বৃহস্পতিবার বিকেলে মোশাররফ তার বাড়ির পাশের একটি পুকুর সেচে মাছ ধরছিলেন। এ সময় পাশের পুকুরের পানির চাপে পাড় ভেঙে যায়। এতে মাটির নিচে চাপা পড়েন তিনি।
খবর পেয়ে স্থানীয়রা বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত পুকুরের পানি সেচে কোদাল দিয়ে মাটি কেটে তার মরদেহ উদ্ধার করে।