সিরাজদিখান উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভেঙেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে কেয়াইন ইউনিয়নের কোটগাঁও গ্রামের কৈপত্যপাড়া শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
মন্দির কমিটির সভাপতি নগেন দাস জানান, “গ্রামের এক নারী রাত পৌনে ১টার দিকে প্রাকৃতিক কাজ করতে গিয়ে বাড়ির পাশের মন্দিরে প্রতিমার হাত-মাথা ভাঙা দেখেন। তিনি প্রথমে আমাকে খরব দেন। পরে আমি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।” কয়েকদিন আগে লক্ষ্মীপূজা শেষ হলেও নিত্যপূজা করার জন্য এখন আবার নতুন করে প্রতিমা তৈরি করতে হবে বলে জানান তিনি।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, দোষীদের ধরার চেষ্টা চলছে।
এদিকে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শমরেশ নাথ ও সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা রনবীর ঘোষ।