১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:০৪
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখানে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মুস্তফাগঞ্জ ও মালখানগরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪টি দোকানে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) উপজেলার মুস্তফাগঞ্জ মাদরাসার সামনে ও মালখানগর চৌরাস্তা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ এর উপ-পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানে মূল্যতালিকা না থাকায়, মেয়াদোত্তীণ ঔষধ ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করার দায়ে ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এগুলো হলো মালখানগর চৌরাস্তা বাজারের রাতুল সুইট মিট, বিসমিল্লাহ সুইটস্, হাওলাদার ফার্মেসী এবং মুস্তফাগঞ্জ মাদরাসার সামনে কাওসার লাইব্রেরীকে জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান শাখা ক্যাব সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সিরাজদিখান প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম চমক, দপ্তর সম্পাদক আজাদ নাদভী ও সিরাজদিখান থানা পুলিশ।

উপ-পরিচালক আসিফ আল আজাদ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

error: দুঃখিত!