১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:৫৫
সিরাজদিখানে ফ্রি মেডিকেল ক্যাম্প
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়েছে।

রোববার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ বাজার মাঠে গ্রামের সাধারণ মানুষদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ রসরাজ মন্ডল।

উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্য মো. মামুন হাওলাদারের সভাপতিত্বে সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জামান শাহিন হাওলাদার রতন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

জৈনসার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি এইচ. এম. সেলিম সঞ্চালণায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, উদয়ন সংসদ প্রধান উপদেষ্টা আঃ রহমান হাওলাদার, জৈনসার ইউনিয়ন আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক মো. আজাহার দেওয়ান, লৌহজং উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুনলীগ সভাপতি মো. আমিনুল ইসলাম মাদবর, জৈনসার ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত শেখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার হাওলাদার, খিদিরপাড়া উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক স্বপন কুমার দাস, সমাজসেবক মো. আবু কালাম, মো. বিল্লাল হাওলাদার, মো. কাজী শাহাজালাল
ও জৈনসার ইউপি মহিলা সদস্য মোসাঃ আয়েশা বেগম শিল্পী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

error: দুঃখিত!