মুন্সিগঞ্জ, ২৯ আগস্ট, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের দাবীতে আলোচনা সভা করা হয়েছে৷
শনিবার বিকালে উপজেলার রক্ষিৎপাড়া ভাই ভাই সংঘের ক্লাব ঘর আঙিনায় রক্ষিৎপাড়া ভাই ভাই সংঘ ও স্থানী এলাকাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
রক্ষিৎপাড়া ভাই ভাই সংঘের সভাপতি আঃ রহমান শেখ সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিকল্প যুবধারা সভাপতি সাইফুল ইসলাম মিন্টু। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের, যুগ্ন-সধারণ সম্পাদক নাছির উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম চমক, রক্ষিৎপাড়া ভাই ভাই সংঘের সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক জলিল শেখ, ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আঃ মান্নান দেওয়ান, কোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এস.কে আলমগীর, কোলা ইউপি ৬নং ওয়ার্ড সদস্য মিরাজ শেখ, সাবেক ইউপি সদস্য মোঃ আক্কাস আলী, রক্ষিৎপাড়া জামে মসজিদ ইমাম জালাল উদ্দীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, রক্ষিতপাড়া গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। এ গ্রামের আশপাশের দুই কিলোমিটারের মধ্যে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হওয়া থেকে বঞ্চিত হচ্ছে এখানকার কোমলমতি শিশুরা।
এ এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি যাতায়াতের সুবিধার্থে ভালো রাস্তাঘাট না থাকায় কোমলমতি শিশুদের দূরবর্তী স্কুলে যেতে চরম ভোগান্তির স্বীকার হতে হয়৷
এছাড়া সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে রক্ষিতপাড়া গ্রামে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জোর দাবী জানান স্থানীয়রা।