মুন্সিগঞ্জ, ১৭ জানুয়ারি, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নে মন্দিরে পূজা করাকে কেন্দ্র করে মারধরে আহত হয়েছে পূজা রানী মন্ডল (৪৫) নামের এক গৃহবধু।
আহত পূজা রানী মন্ডল ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। পূজার রানী মন্ডলের মাথায় ৪টি সেলাই পরে।
জানা যায়, গত শুক্রবার দুপুর ১ টার সময় পারিবারিক মন্ডবে পূজা রানী পূজা করতে গেলে পাশের বাড়ির যোগেশের ছেলে অজিৎ ও বাবু মন্দিরে পূজা করতে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায় তারা দু ভাই পূজা রানীর উপর হামলা করে । হামলায় পূজা রানী গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্বজনরা ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় ।
আহত পূজা রানী বলেন, মন্ডবে পূজা নিয়ে আমার ছেলের সাথে কথা কাটাকটি হয় যোগেশের ছেলে অজিৎ ও বাবুর সাথে । একপর্যায়ে আমার ছেলেকে তারা মারধর করে। তখন আমি ছেলেকে বাঁচাতে গেলে বাবু ও অজিৎ আমার মাথার মধ্যে আঘাত করে। তখন আমার মাথা ফেটে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে আমাকে নিয়ে গেলে মাথায় ৪ টা শিলি দেয়া হয়।
শেখরনগর তদন্ত কেন্দ্রের এস আই আব্দুল করিম জানান, ভুক্তভোগীরা ৯৯৯ এ ফোন করলে আমরা ঘটনাস্থলে যাই এখনও কোন লিখিত অভিযোগ পাইনি পেলে ব্যবস্থা নিব ।