মুন্সিগঞ্জের সিরাজদিখানের কাজীশাল হাজীগাঁও হুমায়ুন মোল্লা উচ্চবিদ্যালয়ের চাল পড়ে ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।
এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
তাদের মধ্যে কয়েকজনকে নিমতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোশারফ হোসেন বলেন, বেলা ১১টার দিকে ঝড় শুরু হয়। তখন বিদ্যালয়ের টিনশেড ঘরের কয়েকটি কক্ষে দশম ও অন্যান্য শ্রেণির ক্লাস চলছিল। একপর্যায়ে ঘরের চাল ভেঙে পড়ে। চালের নিচে পড়ে কমপক্ষে ২৫ শিক্ষার্থী আহত হয়। এরপর ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা দ্রুত পাশের ভবনে গিয়ে আশ্রয় নেন। স্থানীয় সূত্রগুলো জানায়, ঝড়ে গাছ উপড়ে বিদ্যুতের খুঁটির ওপর পড়ে এবং তার ছিঁড়ে উপজেলার কেয়াইন, বাসাইল, বালুচর ও রসুনিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে।