মুন্সিগঞ্জ, ২৯ জুলাই, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিশেষ অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজা সহ এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত নারী আসামী হচ্ছে, সুজিয়া বেগম (৪৫)। সে সিরাজদিখান উপজেলার বালুরচর মোল্লাকান্দি এলাকার আলী হোসেন খন্দকারের স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব জানান, নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে সিরাজদিখান উপজেলার বালুরচর গ্রামের সুজিয়া বেগম এর সেমি পাকা কক্ষ থেকে অভিযান চালিয়ে সুজিয়া (৪৫) নামের ওই নারীকে গাজাঁসহ গ্রেফতার করে।
আসামীর বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।