মুন্সিগঞ্জ, ২১ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙিনায় কোলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলেফ শেখের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে আলেফ শেখকে সভাপতি ও রমজান বেপারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কপাশের হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তারন, সিরাজদিখান উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি রায়হান মোল্লা, সহ-সভাপতি বিল্লাল খান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মল্লিক, কৃষি ও কৃষিপণ্য বিষয়ক সম্পাদক হাজী শেখ লুৎফর রহমান।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টু।
এছাড়া কোলা ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।