১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৪:৩৭
সিরাজদিখানে ওপেন হাউজ ডে ও আলোচনা সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৩ অক্টোবর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ ও ইভটিজিং বিরোধী ওপেন হাউজ ডে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় থানা আঙিনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সবুর খানের সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জায়েদুল আলম পি.পি.এম (বার)।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আঃ মতিন হাওলাদার, বাসাইল ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলাম যুবরাজ, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন।

এছাড়া মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!