১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:১৮
সিরাজদিখানে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফ্রান্স সরকার কর্তৃক রাষ্ট্রীয়ভাবে নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান শাখার উদ্যোগে সিরাজদিখান উপজেলা থেকে গোয়ালবাড়ি মোড়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এর আগে উপজেলা কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান শাখার সভাপতি মাওলানা ওবায়দুল হক, সহ সভাপতি হাফেজ মুহাম্মাদ কবির হোসেন ও হাজী রুহুল আমীন বেপারী। সেক্রেটারি মুহাম্মাদ শাহীন খান। সাংগঠনিক সম্পাদক হাজি সিরাজুল ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব হোসেন জসিম। সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজি নজরুল ইসলাম।

আরো উস্থিত ছিলেন, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা শোয়াইব আহমাদ, মাওলানা নূরে আলম সিদ্দিকী প্রমূখ।

error: দুঃখিত!