২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ৮:২৬
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখানে ইছাপুরা জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন
খবরটি শেয়ার করুন:
মুন্সিগঞ্জ, ১২ মার্চ, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১২ মার্চ) দুপুরে উপজেলার ইছাপুরা চৌরাস্তা সংলগ্ন হাবিব কমপ্লেক্স এর ২য় তলায় ইছাপুরা জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভােকেট মৃণাল কান্তি দাস।

এসময় ইছাপুরা জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ রুমন হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযােদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন হাওলাদার, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিঃ পরিচালক মাকসুদ আলম ডাবলু, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী, জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, লতিফ নিটিং মিল্ক লিঃ এর চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ মিয়া, স্বাস্থ্য সহকারী পরিচালক ডা. দুলাল হোসেন।

ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. কামাল হোসেনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মহসিন রেজা, সহ সভাপতি আই এইচ শান্তনূর, হাবিব কমপ্লেক্স এর স্বত্ত্বাধিকারী সুমন হাবিব, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী মৎসজিবী লীগের সভাপতি আলামিন, আওয়ামী লীগ নেতা দিদার প্রমুখ।

error: দুঃখিত!