আসন্ন ইউপি নির্বাচনে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এ উপজেলায় প্রথম ধাপে ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ব্যক্তিরা হলেন-মোঃ ইকবাল হোসেন (রশুনীয়া ইউপি), আব্দুল মতিন হাওলাদার (ইছাপুরা ইউপি), মোঃ সাইফুল ইসলাম (বাসাইল ইউপি), এসএম সোহরাব হোসেন (লতব্দী ইউপি), আবু বক্কর সিদ্দিক (বালুচর ইউপি), আলাউদ্দিন গাগী (বয়রাগাদী ইউপি), সানজিদা আক্তার জোৎস্না (মালখানগর ইউপি), হাজী আব্দুল করিম (মদ্যপাড়া ইউপি), রফিকুল ইসলাম দুদু (জৈনসার ইউপি) ও মীর লিয়াকত আলী (কোলা ইউপি )।
সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ এ তথ্য গণমাধ্যম কে নিশ্চিত করেছেন।