মুন্সিগঞ্জ, ৮ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার রাজানগর ইউনিয়নের তেঘরিয়া বড়ঘাট এলাকায় সিরাজদিখান উপজেলা ছাত্রলীগ শাহ্ আলম আছাদ এর আয়োজনে সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এস এম কবির, রাজানগর যুবলীগের সভাপতি হোসেন আলী খান, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সামাদ, ছাত্রলীগে ১নং যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা ও দোয়া শেষে সবার মাঝে তোবারক বিতরন করা হয়।