মুন্সিগঞ্জ, ১৩ নভেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া চৌরাস্তায় নির্বাচনী গণসংযোগ করেছেন যুবলীগ নেতা আব্দুর রহমান জীবন।
গতকাল রোববার বিকালে শতাধিক নেতাকর্মী নিয়ে প্রচারণায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কায় সাধারণ মানুষের প্রতি ভোট দেয়ার আহবান জানান মুন্সিগঞ্জ ৩ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহমান জীবন।
এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, রামপাল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিন্টু শেখ, জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শিপলু দেওয়ান শিপু, সাবেক জেলা ছাত্রলীগের উপ পাঠাগার সম্পাদক মিলন আকন প্রমুখ।