২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ১০:৪২
সালমান খানের ‘দাবাং থ্রি’তে কারিনা কাপুর!
খবরটি শেয়ার করুন:

মার্চে শুরু হতে যাচ্ছে বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’র তৃতীয় কিস্তি। আগের পর্বগুলোর মতো এতেও অভিনয় করছেন সালমান খান ও সোনাক্ষী সিনহা।

এদিকে শোনা যাচ্ছে, সিনেমাটির আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এর আগে ‘দাবাং টু’তে কারিনাকে ‘ফেবিকল সে’ গানের সঙ্গে নাচতে দেখা যায়।

২০১৬ সালে মা হওয়ার পর গত বছর ‘ভীর দি ওয়েডিং’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফেরেন কারিনা। সিনেমাটিতে তার অভিনয় প্রশংসিত হয়। ‘দাবাং থ্রি’ দিয়ে আবারও পর্দা মাতাবেন যাচ্ছেন তিনি।

এরই মধ্যে গানটিতে পারফর্ম করার জন্য কারিনাকে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এই অভিনেত্রী নাকি সম্মতি জানিয়েছেন।

সূত্র বলছে, ‘দাবাং’ সিনেমার ‘মুন্নি বদনাম হুই’ ছিলো দারুণ জনপ্রিয়, তাছাড়া ‘দাবাং টু’র ‘ফেবিকল সে’ গানটিও বেশ সাড়া ফেলে। তাই ধারাবাহিকতা ধরে রাখতে নতুন সিনেমাতেও কারিনাকে রাখা হচ্ছে।

২০২০ সালের ঈদে ‘দাবাং থ্রি’ মুক্তি পাবে।

error: দুঃখিত!