২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৯:১১
সাদ পন্থীদের বিচারের দাবিতে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় চারজনের মৃত্যুতে সাদ পন্থীদের দায়ী করে তাদের বিচারের দাবিতে মুন্সিগঞ্জে কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।

এসময় আন্দোলনকারীরা সাদ পন্থীদের ‘উগ্র-জঙ্গী’ আখ্যা দিয়ে তাদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও বিচার দাবি করেন।

কর্মসূচিতে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা সাইফুল্লাহ, মুফতি নিসার আহমাদ, মুফতি ইসমাঈল হুসাইন, মাওলানা হুসাইন আহমাদ ইসহাকি, মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী, মুফতি আহসানুল্লাহ ফরাজি, মুফতি শহিদুল ইসলাম, মুফতি ওয়ালি উল্লাহ হাসান, মুফতি মুশাররফ হুসাইন, মুফতি মুফতি সাদেক আমিন, মুফতি রিয়াজুল ইসলাম, মুফতি ওমর ফারুক প্রমুখ।

error: দুঃখিত!