মুন্সিগঞ্জ, ১৯ মে, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ মে) দুপুরে প্রেসক্লাবের সামনের রাস্তায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবায়ের এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্টা, লেখক ও গবেষক ড. সাইদুল ইসলাম খান, প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক কবির হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, রোজিনা ইসলামকে হেনস্তা, ৫ ঘন্টা আটকে রেখে নির্যাতন ও স্বাস্থ্যখাতে দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে এবং রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।