৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৩:৫৭
Search
Close this search box.
Search
Close this search box.
সাংবাদিক পারভেজ বেপারীর খাদ্য সামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাংবাদিক পারভেজ বেপারী।

রোববার (২৬ এপ্রিল) মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনীতে ১০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের পক্ষ হতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সাংবাদিক পারভেজ বেপারী বলেন, ‘ঝড়-বৃৃষ্টি, রোদ উপেক্ষা করে এই সংকটে মানুষের পাশে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। যতদিন সামর্থ্য আছে মানুষের সেবা করে যাবো।’

এছাড়া এই দুঃসময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও স্বচ্ছলব্যক্তিদের আহ্বান জানান তিনি।

error: দুঃখিত!