মুন্সিগঞ্জে সাংবাদিক নাদিম হোসাইনের বাড়িতে হামলা চালিয়েছে একদল দুষ্কৃতকারীরা।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় তার বাড়িতে হামলা চালিয়ে তার চাচা গিয়াসউদ্দিনের ঘর বাড়ি ভাংচুর লুটপাটের ঘটনা ঘটে। এসময় সাংবাদিক নাদিম হোসাইনকে হত্যার হুমকি দেয়া হয়।
এর আগে তার ছোট বোন ডালিয়া বেগমের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও ঘরে থাকা আসবাবপত্র লুটপাট করে স্থানীয় শ্যামল ও শাহাদাত গংরা। ডালিয়া বেগম সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মুরমা গ্রামের বাসিন্দা।
সাংবাদিক নাদিম হোসাইন দৈনিক আমাদের সময় পত্রিকার মুন্সিগঞ্জ প্রতিনিধি ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সদস্য।
এ প্রসঙ্গে নাদিম হোসাইন বলেন, আমার সাথে স্থানীয় কারো সাথে বিরোধ নেই। কিন্তু চাচাতো ভাইয়ের সাথে পূর্ব বিরোধ রয়েছে। যা আদালতে মামলা চলমান। আমার বাড়ি এসে কেন হামলা চালালো বিষয়টি জানতে পারলাম না। এখনও তারা ঘর থেকে বের হলে হত্যার হুমকি দেয়।
এছাড়া মিরকাদিম পৌরসভার মুরমা এলাকায় আমার ছোট বোন ডালিয়ার বাড়িতে হামলা চালায় মুরমা এলাকার শীর্ষ সন্ত্রাসী শ্রমিক লীগ নেতা বর্তমানে বিএনপির পরিচয়দানকরী শ্যামল, শাহাদাতরা। এসময় তার বাড়ি ঘর ভাংচুর ও ঘরে থাকা আসবাবপত্র লুট করে নিয়া যায়। এসময় ডালিয়া ও তার শশুরকে মারধর করে। বর্তমানে তারা চিকিৎসাধীন আছে। তাছাড়া শ্যামল ও শাহাদাত সবাইকে হত্যার হুমকি দেয়।