২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৩১
সন্তান রেখে বাসা থেকে বের হয়ে ৩দিন ধরে স্বামী-স্ত্রী নিখোঁজ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ নভেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে সন্তান রেখে বাসা থেকে বের হয়ে ৩দিন ধরে স্বামী-স্ত্রী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রোববার সন্ধ্যায় সদর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, গেল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মোল্লাকান্দির মাকহাটি এলাকার দম্পতি নাঈম হাসান সোহাগ (২৯) ও মরিয়ম বেগম (২২) তাদের ৩ বছর বয়সী ছেলে সন্তান মো. আলীকে সোহাগের নানী অজুফা বেগমের কাছে রেখে যান। কিন্তু আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত তারা বাড়ি ফেরেননি।

তাদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন নাম্বারও বন্ধ রয়েছে।

সোহাগ-মরিয়ম দম্পতির স্বজন সত্তর মল্লিক বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া থাকলেও দুইজন একসাথে এভাবে উধাও হয়ে যাওয়ার কথা নয়। আসলে তারা কোথায় আছে, কি হয়েছে কিছুই বুঝতেছি না। তাদের ছেলে খুব কান্নাকাটি করছে, আমরাও আতঙ্কের মধ্যে আছি।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, থানায় অভিযোগ হয়েছে। পুলিশ মোবাইল নাম্বারের সূত্র ধরে তাদের খোঁজার চেষ্টা করছে।

error: দুঃখিত!