২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:৩৯
সদরে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

মুক্তারপুর এলাকায় ৮০০ পিস ইয়াবাসহ উমর ফারুক (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে এ ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জব্দকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওমর ফারুককে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১’র সিনিয়র এএসপি শাহ শিবলী সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে উমর ফারুককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, সংবাদ পেয়ে আগে থেকেই র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উৎ পেতে ছিল। এক প্রর্যায়ে উমর ফারুক তার বহনকৃত ব্যাগ থেকে ইয়াবা বিক্রয় করা সময় তাকে গ্রেফতার করা হয়।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!