১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ২:০২
‘সকলে মিলেই জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখবো’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ ডিসেম্বর, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

বিশ্বের সকল অর্থনৈতিক সূচকে বাংলাদেশ যখন এগিয়ে তখন জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছে একটি দেশবিরোধী কুচক্রি মহল- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।

তিনি বলেন, ‘ঘোষনা দিচ্ছি, প্রতিশ্রুতি করছি- আমরা যারা আজকে একত্রিত হয়েছি সকলে মিলেই জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখবো।

“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ স্লোগানে শনিবার সকালে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন সিনিযর জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম।

অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের একাংশ। ছবি: জেলা প্রশাসনের ফেইসবুক পেইজ থেকে সংগৃহীত।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, আমরা যে যেই জায়গায় আছি দায়িত্বশীলতার জায়গা থেকেই জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখবো।

অনুষ্ঠানে আরও অংশ নেন, জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল) মো. জাকির হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই তালুকদার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুভাস চন্দ্র হীরা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. শাহ আলম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী মো. রাশেদ আহসান, জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল হাসান প্রমুখ।

স্বাগত ভাষণ দেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এসএম শফিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়।

error: দুঃখিত!