১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৪১
সংসদ সদস্য ও বিত্তবানদের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সরঞ্জাম সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর
খবরটি শেয়ার করুন:

সংসদ সদস্য ও সমাজের বিত্তবানদের নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সরঞ্জাম সহায়তার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, অপরাধ থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে হবে। আধুনিক বিশ্বের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

error: দুঃখিত!